Wellcome to National Portal
Main Comtent Skiped

Welcome to the web portal of Wildlife Management and Nature Conservation Department, Khulna.  Let's conserve forests and wildlife for our own benefit and for future generations.


তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে বন অধিদপ্তরের গৃহীত কর্মসূচি

তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনে বন অধিদপ্তরের গৃহীত কর্মসূচি

তারুণ্যের উৎসব-২০২৫

এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রণয়নকৃত কর্মসূচির মধ্যে বন অধিদপ্তরের কার্যক্রমসমূহঃ

ক.  কর্মসূচিসমূহ:

  • স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও বন অধিদপ্তরের স্থানীয় দপ্তরের সহায়তায় খেলার মাঠের  অথবা স্টেডিয়ামের আশেপাশের এলাকায় ব্যক্তি উদ্যোগে বনায়ন কর্মকান্ড তথা বৃক্ষরোপন কর্মকান্ডকে উৎসাহিত (Promote) করা;
  • ফাস্ট ফুড, কফি শপ, খাবার ইত্যাদির দোকানে সিংগেল ইউজ প্লাস্টিকের ব্যবহার পরিহার করে পুন:ব্যবহারযোগ্য (Re-usable) উপকরণ ব্যবহার করার জন্য উৎসাহ প্রদান করা;
  • সকল প্রকার খাবারজাত ওয়েষ্ট ম্যাটারিয়েল সংগ্রহের জন্য স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, রোভার-স্কাউট ও স্থানীয় যুব সমাজের সমন্বয়ে “জিরো ওয়েষ্ট ব্রিগেড” গঠন করার কার্যক্রম গ্রহণ করা;
  • খেলা দেখতে আসা বিভিন্ন দর্শকের সরকারী গাড়ি ও ব্যক্তিগত গাড়ির (Private Car) মালিক ও চালককে উচ্চ স্বরে গাড়ির হর্ণ বাজানো থেকে বিরত রাখা;
  • খেলা আয়োজনে ব্যবহৃত উপকরণে প্লাস্টিক/ পলিথিন পরিহার করতে হবে;
  • বর্জ ব্যবস্থাপনায় ও পরিবেশের উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে zero- Waste champion সম্মাননা প্রদান;
  • খেলা চলাকালীন গ্যালারীতে স্থাপিত বড় স্ক্রিনে দূষণ বিরোধী সচেতনতামূলক ভিডিও ক্লিপ, বন, বন্য প্রাণি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক ভিডিও ক্লিপ কিংবা স্পট মেসেজ প্রচারের ব্যবস্থা করা; এবং
  • Save Tigers, Save Sundarban কিংবা Save Elephants from Extinction ইত্যাদি থিমের উপর ভিত্তি করে কর্ণার স্থাপন করা।