Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Tortoise rescued with accused, fined Tk 20,000
Details
অদ্য ২০/০৭/২০২৩ খ্রিঃ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে জনাব নির্মল কুমার পাল, বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা মহোদয়ের নির্দেশনা মতে খুলনা জেলার তেরখাদা উপজেলার সাচিয়াদহ বাজারে অবৈধ ভাবে সুন্ধি কাছিম বিক্রয় করার সময় ১৯ টি  সুন্ধি কাছিম সহ জনাব সুমন বাওয়ালী (২৮) কে গ্রেফতার করা হয়।  এসময় তেরোখাদা উপজেলা প্রশাসন কতৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালত উক্ত অপরাধে আসামিকে ২০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করেন।
আদালতের নির্দেশনা মতে জব্দ কৃত সুন্ধি কছিম গুলো পরবর্তীতে কাছিমের উপযুক্ত আবাসস্থল চিত্রা নদীতে অবমুক্ত করা হয়।
Images
Attachments
Publish Date
20/07/2023
Archieve Date
31/12/2024