বন অধিদপ্তরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, খুলনা কর্তৃক আয়োজিত বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আওয়াল। সভাপতিত্ব করেন জনাব অমিতা মন্ডল, বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, যশোর। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন জনাব মোঃ মফিজুর রহমান চৌধুরী, মৎস্য বিশেষজ্ঞ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ
বিভাগ, খুলনা, জনাব আশিকুর রহমান সমী, মাননীয় উপদেষ্টা মহোদয়ের সহকারী একান্ত সচিব, আলোচনা পেশ করেন জনাব রফিকুল ইসলাম, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ, সরকারি কে.সি কলেজ, ঝিনাইদহ, জনাব এ.বি.এম খালিদ হোসেন সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক, ঝিনাইদহ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব কৃষিবিদ ষষ্টি চন্দ্র রায়, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঝিনাইদহ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ, অত্র অঞ্চলের বন্যপ্রাণী সংরক্ষণে নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসন, ঝিনাইদহ ও সামাজিক বন বিভাগ, যশোর।